Disable Preloader

Single Post

🍁🍁 মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা!
তোমার কোলে, তোমার বোলে, কতই শান্তি ভালবাসা! 🍁🍁
ফেব্রুয়ারি শুধু একটা মাস নয়, ফেব্রুয়ারি মানে অনেক ত্যাগ, অনেক প্রানের বিনিময়, অনেক সুন্দর সপ্নের বিসর্জন। আর এই বিসর্জন ও ত্যাগ ভাষার জন্য। ভাষা, যোগাযোগ ও মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম। এই মাধ্যমই যখন কেউ কেড়ে নিতে চেয়েছিল, এই ভাষায় যখন কেউ কথা বলতে দিতে চায় নি তখনই বাঙালি জাতি ভাষার জন্য লড়াই করেছে। পৃথিবীতে বাঙ্গালি জাতি ছাড়া এমন নজীর নাই বললেই চলে যে, কোনো জাতি ভাষার জন্য নিজের জীবন বিসর্জন দিয়েছে।
তাই আমাদের এই ভাষার জন্য যারা লড়াই করেছে, প্রান দিয়েছে তাদের প্রতি জানাই শ্রদ্ধা ও ভালোবাসা।
🍂🍂🍂 ফাগুনের আগুনঝরা বাহান্ন সালে-
পলাশ রাঙা একুশের এক মহাফাল্গুনে,
আমার মাকে ‘মা’ বলে ডাকবো বলে,
প্রাণদিলো যারা অকাতরে শ্রদ্ধা জানাই,
অকুতোভয় সকল ভাষা শহীদের তরে। 🍂🍂🍂