Disable Preloader

Single Post

প্রফেশনাল ইনস্টিটিউট অ্যাসোসিয়েশন অব ন্যাশনাল ইউনিভার্সিটির (পিয়ানু) কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন আবদুল আজিজ। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. দেলোয়ার হোসাইন।

শনিবার রাজধানীর উত্তরায় নির্বাচন অনুষ্ঠিত হয়। আগামী ৩ বছরের জন্য নির্বাচিত হয় ১৭ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আবদুল আজিজ সোনারগাঁও বিশ্ববিদ্যালয় ও ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজির (এনআইএফটি) প্রতিষ্ঠাতা। সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসাইন বিজিআইএফটি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির পরিচালক ও অধ্যক্ষ।

পিয়ানুর কার্যকরী কমিটির অন্যরা হলেন-সিনিয়র সহসভাপতি মো. মামুনুর রশিদ, সহসভাপতি মোহাম্মদ সালাউদ্দিন, সহসভাপতি মো. সাখাওয়াত হোসেন, সহসেক্রেটারি জেনারেল আনিসুর রহমান চঞ্চল, সাংগঠনিক সম্পাদক মো. মোবারক হোসেন মল্লিক, অর্থ সম্পাদক আবু সুফিয়ান ইউনুস ও প্রচার সম্পাদক জিয়াউল হক।

এছাড়া কার্যকরী কমিটির সদস্য হয়েছেন আরিফুল ইসলাম, মো. কামাল হোসেন, সুলতান মোহাম্মদ সালাউদ্দিন, মো. সেলিম হোসেন, তারেকুল ইসলাম, আলমগীর হোসেন ও জুবায়ের হোসেন।