Disable Preloader

Single Post

জাতীয় বিশ্ববিদ্যালয়

গাজীপুর

স্মারক নং-০৭(ঢ-১০৭১)জাতীঃ বিঃ/কঃপঃ/কোড-৫৫২৬/৫৬৫৯০

অধ্যক্ষ

বিজিআইএফটি ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি চৌরাস্তা, গাজীপুর।

বিষয় কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সম্মান) শিক্ষাকার্যক্রমে প্রথম সাময়িক অধিভুক্তি প্রসঙ্গে।

তারিখ ঃ ২৮, ১১, ২২

উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ভাইস-চ্যান্সেলর মহোদয়ের প্রদত্ত ক্ষমতাবলে ও অধিভুক্তি কমিটির সুপারিশ এবং অ্যাকাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভার অনুমোদন সাপেক্ষে অত্র কলেজে নিম্নোক্ত শিক্ষাকার্যক্রমে শর্তাধীনে পরীক্ষামূলকভাবে প্রথম সাময়িক অধিভুক্তি প্রদান করা হলো:

শিক্ষাকার্যক্রম

কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সম্মান)

পালনীয় শর্তাবলী ঃ

শিক্ষাবর্ষ ২০২১-২০২২

আসন সংখ্যা-৫০

১। কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সম্মান) শিক্ষাকার্যক্রমে সর্বোচ্চ ৫০(পঞ্চাশ) জন শিক্ষার্থী ভর্তির অনুমতি দেয়া হলো। আসনের অতিরিক্ত শিক্ষার্থী কোন অবস্থাতেই ভর্তি করা যাবেনা;

২। বিশ্বদ্যিালয়ের রেগুলেশন অনুযায়ী অবশ্যই কলেজের নিজস্ব জমি ও ভবনের ব্যবস্থা থাকতে হবে;

৩। বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী বিভাগীয় ভৌত অবকাঠামোর উন্নয়ন করতে হবে;

৪। কম্পিউটার ল্যাবে প্রতি শিক্ষার্থীর জন্য ইন্টারনেট সংযোগসহ ব্যবহার উপযোগী প্রয়োজনীয় সংখ্যক কম্পিউটার থাকতে হবে;

৫। আগামী ০১ (এক) বছরের মধ্যে কলেজের সাধারণ ও সংরক্ষিত তহবিলের স্থিতি যথাক্রমে ন্যূনতম ১০,০০,০০০/- (দশ লক্ষ) ও ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকায় উন্নীত করে বিশ্ববিদ্যালয়কে অবহিত করতে হবে;

৬। প্রফেশনাল কলেজ/ইনস্টিটিউটের বিষয়ে প্রণীত নতুন রেগুলেশনের শর্তাবলী অত্র কলেজের ক্ষেত্রেও প্রযোজ্য হবে;

৮। কলেজের সকল আর্থিক লেনদেন ব্যাংকের মাধ্যমে পরিচালনা করতে হবে। সভাপতি ও অধ্যক্ষের যৌথ স্বাক্ষরে ব্যাংকের হিসাব পরিচালনা করতে হবে এবং ব্যাংকের হিসাব বিবরণী প্রতি ০৩ মাস পরপর বিশ্ববিদ্যালয়কে অবহিত করতে হবে;

কলেজের যাবতীয় আয়-ব্যয় সভাপতি ও অধ্যক্ষের যৌথ স্বাক্ষরে ব্যাংকের মাধ্যমে সম্পাদন করতে হবে। প্রতি শিক্ষাবর্ষেই সরকার স্বীকৃত অডিট ফার্ম দ্বারা অডিট সম্পন্ন করে অডিট রিপোর্ট বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে;

৯। বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক প্রয়োজনীয় যোগ্যতাসম্পন্ন লাইব্রেরীয়ান নিয়োগ করতে হবে;

১০। কলেজের চূড়ান্ত পরীক্ষা নিজ কলেজে অনুষ্ঠিত হবে না। পরীক্ষাকেন্দ্র পরিবর্তনের মাধ্যমে পরীক্ষা অনুষ্ঠিত হবে;

১১। গ্রন্থাগারে পুস্তক সংখ্যা ৩০০০ (তিন হাজার)-এ উন্নীত করতে হবে;

১২। কলেজে ইন্টারনেট সংযোগসহ কলেজের নিজস্ব ওয়েবসাইট এবং ই-মেইল এড্রেস খুলে জাতীয় বিশ্ববিদ্যালয়কে অবহিত করতে হবে; ১৩। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রণীত সংশ্লিষ্ট বিধি বিধান অত্র কলেজের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

ভাইস-চ্যান্সেলর মহোদয়ের অনুমোদনক্রমে