BIST এর প্রাঙ্গণে, বসন্তের পিঠা উৎসব-১৬-২-২0২৩

  • Topics: BIST এর প্রাঙ্গণে, বসন্তের পিঠা উৎসব-১৬-২-২0২৩
  • Host: BGIFT INSTITUTE OF SCIENCE & TECHNOLOGY
  • Location: BIST Main Campus, Unisha Tower, Chandona Chowrasta,Gazipur
  • Start Date: 16 Feb, 2023
  • End Date: 16 Feb, 2023
  • Website: www.bist.edu.bd

Event Description

প্রিয় শিক্ষার্থী সবাইকে ফাল্গুনের শুভেচ্ছা!! 🌼🌺🏵️🌹🌸💐 আগামী ১৬-২-২৩ বৃহস্পতিবার বি আই এস টি প্রথমবারের মতো বসন্ত উৎসব উদযাপন করতে যাচ্ছে। উক্ত বসন্ত উৎসবকে কেন্দ্র করে একটি পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে প্রত্যেক ডিপার্টমেন্টের অধীনে প্রত্যেকটি ব্যাচের আলাদা পিঠার স্টল হবে এবং সবগুলো স্টল এর মধ্যে প্রতিযোগিতা হবে। পিঠা বিক্রয়ের পরিমাণ যে স্টলের যত বেশি হবে সেই ব্যাচকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে এবং পুরস্কার প্রদান করা হবে। প্রত্যেক ব্যাচ থেকে একটি করে স্টল করতে হবে এবং প্রত্যেক ব্যাচকেই অংশগ্রহণ করতে হবে।