BWCCI-SEIP Project


প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি (সম্পূর্ণ বিনামূল্যে)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন Skills for Employment Investment Program (SEIP)-Tranche-3 এর আওতায় বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (বিডব্লিউসিসিআই) এর তত্ত্বাবধানে এবং বিজিআইএফটি (BGIFT) এর মাধ্যমে আগ্রহী নারীদের উদ্যোক্তা তৈরী ও উন্নয়নের লক্ষ্যে ৩ মাস মেয়াদী (৬০ কর্ম দিবস)
১। ফ্যাশন ডিজাইন, প্রোডাক্ট ডেভেলমমেন্ট এন্ড এন্টারপ্রেনারসিপ ডেভেলপমেন্ট 
2. আইটি ফ্রিল্যান্সিং এন্ড এন্টারপ্রেনারসিপ ডেভেলপমেন্ট
3. মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণ কোর্সে (অনাবাসিক) সম্পূর্ণ বিনামূল্যে ভর্তি চলছে। আগ্রহী ও উপযুক্ত নারী প্রার্থীদেরকে নিম্নো ল্লিখিত প্রশিক্ষণ কেন্দ্র থেকে নির্ধারিত আবেদন ফরম  সংগ্রহ করতে হবে।
(৪ ঘন্টা প্রতি দিন, সপ্তাহে ৫ দিন)

বিজিআইএফটি (BGIFT), চন্দনা, চৌরাস্তা মোড়, সদর, গাজীপুর।

সুবিধাসমূহঃ
• প্রশিক্ষণ কোর্স গুলি সম্পূর্ণ বিনামূ্ল্যে;
• প্রশিক্ষণার্থীদের কম পক্ষে ৮০% উপস্থিত থাকতে হবে;
• প্রশিক্ষণার্থীদের সফলভাবে প্রশিক্ষক শেষে এককালীন দৈনিক যাতায়াত বাবদ ১০০ টাকা এবং টিফিন বাবদ ৫০ টাকা প্রদান করা হবে;
• প্রশিক্ষণ শেষে কৃতকার্য প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করা হবে;
• কৃতকার্য প্রশিক্ষণার্থীদের ব্যবসা উন্নয়ন বা কর্মসংস্থানে সহায়তা করা হবে;
• কৃতকার্য প্রশিক্ষণার্থীদের ব্যবসা উন্নয়নও প্রসারে ব্যাংক ঋণ প্রাপ্তিতে সহযোগিতা করা হবে।

শর্তসমূহঃ

• সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৪৫ বছর এর নারী;
• ফ্যাশন ডিজাইন, প্রোডাক্ট ডেভেলমমেন্ট এন্ড এন্টারপ্রেনারসিপ ডেভেলপমেন্ট, মোবাইল ফোন সর্ভিসিং
প্রশিক্ষণে কমপক্ষে এস.এস.সি এবং আইটি ফ্রিল্যান্সিং এন্ড এন্টারপ্রেনারসিপ ডেভেলপমেন্ট প্রশিক্ষণে এইচএসসি পাশ; 
• আবেদন ফর্মে যোগাযোগের জন্য প্রথম যে মোবাইল নম্বর দেয়া হবে সেটি অবশ্যই নিজের ন্যাশনাল আইডি দিয়ে নিজের নামে রেজিষ্ট্রিকৃত সিম হতে হবে;
• প্রশিক্ষণ শেষে যারা সংশ্লিষ্ট ব্যবসা করতে আগ্রহী এবং প্রতিশ্রুতিবদ্ধ শুধুমাত্র তাদের কাছ থেকেই আবেদন আহ্বান করা হচ্ছে;
• নিষ্ঠার সাথে প্রশিক্ষণ নিতে ও সম্পন্ন করতে প্রশিক্ষণে ১০০% উপস্থিত থাকার আগ্রহী হতে হবে; 
• সংখ্যালঘু/ক্ষুদ্র নৃগোষ্ঠি/ প্রতিবন্ধী/বিধাব নারীদের অগ্রাধিকারের সাথে বিবেচনা করা হবে;
• যেহেতু প্রশিক্ষণ কোর্সগুলো অনাবাসিক, সেহেতু যারা নিয়মিত এবং সময়মত অর্থাৎ পুরো মেয়াদে প্রশিক্ষণ কোর্সে উপস্থিত থাকতে পারবেন, শুধুমাত্র তাদের কাছ থেকেই আবেদন আহ্বান করা হচ্ছে;
• প্রশিক্ষণের জন্য প্রার্থী বাছাই, কোর্সে অংশগ্রহণের সময় সূচি নির্ধারণ ও অন্যান্য সম্পর্কিক সকল বিষয়ের অধিকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

আবেদন ফর্ম এর সাথে প্রয়োজনীয় কাগজ পত্র:
• সদ্য তোলা ২কপি পাসপোর্ট সাইজের ছবি;
• জাতীয় পরিচয়পত্রের ফটোকপি;
• সকল শিক্ষাগত সনদপত্রের ফটোকপি (এসএসসি সনদ অবশ্যই দাখিল করতে হবে)



আবেদন করুন