-
Topics: বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন,স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন,কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সনদ প্রদান অনুষ্ঠান-২০২২
-
Host: BGIFT INSTITUTE OF SCIENCE & TECHNOLOGY
-
Location: Unishe Tower, Chandona Chowrasta & Shalna Gazipur
-
Start Date: 20 Feb, 2022
-
End Date: 20 Feb, 2022
-
Website: www.bist.edu.bd
Event Description
প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আগামী ২০ জুন ২০২২খ্রি: রােজ সােমবার, অত্র প্রতিষ্ঠানের অডিটরিয়ামে “বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন, স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সনদ প্রদান অনুষ্ঠান আয়ােজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয় জনাৰ প্রফেসর ড, মাে. মশিউর রহমান।