Disable Preloader

Single Post

অদ্য ১/১১/ ২০২৩ তারিখ থেকে  BIST গাজীপুর- এ অনলাইনে ক্লাস নেয়া শুরু হয়েছে। আজ এ এম টি, এফ ডি টি, বিবিএ ও সি এস ই  বিভাগের মোট ১৫টি ক্লাস অনলাইনে নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের নিকট  ক্লাসগুলির)  pdf  ফাইল পাঠানো হয়েছে।  শিক্ষার্থীরা পরবর্তী সময়ে  এ ক্লাসগুলি বারবার ফলো করতে পারবে।