Disable Preloader

Single Post

ফ্যাশন ডিজাইনিং হল কাস্টমাইজড পোশাক এবং লাইফস্টাইল আনুষাঙ্গিক তৈরির শিল্প |


ফ্যাশন ডিজাইন কেন পড়বেন?

বাংলাদেশে ফ্যাশন ডিজাইনারদের রয়েছে চাকুরীর বিশাল বাজার। ইতিমধ্যে, বিশ্ববাজারে তৈরী পোশাক রপ্তানিতে বাংলাদেশ প্রথম সারিতে রয়েছে। সারা দেশে  ৪০০০ এরও অধিক বৃহদাকারের কম্পোজিট গার্মেন্টস ইন্ডাস্ট্রি এবং অসংখ্য বায়িং হাউজ, ফ্যাশন হাউজ, বুটিক শিল্প গড়ে উঠেছে। 

যে পরিমাণ কর্মক্ষেত্র তৈরি হয়েছে সেই পরিমাণ দক্ষ জনবল এখনো তৈরি হয়নি। তাই আমাদেরকে দেশের বাইরে থেকে জনবল আনতে হচ্ছে। বর্তমানে বাংলাদেশে শুধু গার্মেন্টস সেক্টরেই কাজ করছেন কয়েক হাজার বিদেশী নাগরিক।


দক্ষ জনশক্তির অভাবে প্রতিবছর দেশ থেকে বেড়িয়ে যাচ্ছে কয়েকশো কোটি ডলার। এই বিপুল চাহিদা পূরণে ফ্যাশন ডিজাইন শিক্ষায় শিক্ষিত জনবল তৈরী ছাড়া কোন বিকল্প নেই।

আর এ লক্ষেই Gazipur, BGIFT Institute of Science & Technology (BIST), জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ফ্যাশন ডিজাইন নিয়ে অনার্স পড়ার সূবর্ণ সুযোগ চালু করেছে।

বিশাল ছাড়ে ভর্তি চলছে!!! 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এবছরের জন্য দ্বিতীয় ধাপের ভর্তির আবেদনের শেষ সময় 

১৩/১১/২০২৩ রাত : ১২:০০ পর্যন্ত। 

আবেদন করতে এখনই ফোন করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন : 


01908919191 ( Whatsapp) 

01922065111

01968878774

01968878770